‘দিরাই’ সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল বটে কিন্তু রাজনৈতিকভাবে অঞ্চলটি অত্যন্ত পরিচিত। এই এলাকার কৃতি পুরুষ বিখ্যাত পার্লামেন্টেরিয়ান শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত (এম.পি)। যিনি বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে অতি পরিচিত। প্রয়াত এম.পি মহোদয় জীবনের শেষ দিকে অনেক উন্নয়ন কর্মকান্ডে হাত দিয়েছিলেন। এর মধ্যে অধিকাংশ কাজ শেষ হয়েছে আর কিছু কিছু কাজ শেষ হওয়ার পথে। ‘সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ’ টি প্রয়াত এম.পি বাংলাদেশের পার্লামেন্টারী রাজনীতির পথিকৃত, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের অনেক স্বপ্নের মধ্যে অন্যতম স্বপ্ন। কলেজটি প্রতিষ্ঠার লক্ষ্যে ১ম সভাটি ১৭/১২/২০১৩খ্রিঃ তারিখ দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী জনাব সিরাজ উদ্-দৌলা তালুকদার সাহেব এর ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। ১ম সভায় কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সহমত পোষন করেন। সভায় সভাপতিত্ব করেন সুরঞ্জিত সেনগুপ্ত এম.পি। ২৫/১২/২০১৩ খ্রিঃ তারিখ কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ২য় সভাটি অনুষ্ঠিত হয় এবং অনেক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়। ২য় সভায় সভাপতিত্ব করেন জনাব আজিজুর রহমান বুলবুল (সাবেক, মেয়র দিরাই পৌরসভা)। সভায় ‘সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ’ নামে পৌরসভা সদরে মহিলা কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত (এম.পি)। এম.পি মহোদয় স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কলেজ প্রতিষ্ঠায় যাবতীয় ব্যয় বহন করার ঘোষনা দেন। কলেজটি ২০১৪ খ্রি: তারিখ স্থাপিত হয়। ১৬/০৭/২০১৬ খ্রিঃ তারিখে মাননীয় শিক্ষা মন্ত্রীর শুভাগমনের মাধ্যমে কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত এম.পি বাবু সুরঞ্জিত সেনগুপ্তের উপস্থিতিতে যৌথভাবে সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কলেজটি উদ্ভোধন করেন। কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনষ্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এবং কলেজটির সার্বিক দেখাশুনার দায়িত্বে ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ এর জন্য এলাকার গন্যমান্য ৩৩ জন ভূমি মালিক ভূমি দান করেন এবং কলেজ পরিচালনা কমিটির সম্মানীত সদস্যগণ কলেজ এর সূচনা লগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম করে কলেজটিকে বাস্তবে রুপদান করেছেন। প্রতিষ্ঠানের মাটি ভরাট থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন মূলক কাজ সহ যাবতীয় কাজ যাদের মাধ্যমে সম্পন্ন হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানটি স্থাপনে যাদের অবদান সবচাইতে বেশি উল্লেখযোগ্যঃ
১। সুরঞ্জিত সেনগুপ্ত এম.পি (সভাপতি), ২। ড. জয়া সেনগুপ্তা এম.পি ৩। মজির উদ্দিন মিয়া ৪। সিরাজ-উদ্-দৌলা তালুকদার ৫। ধনীর রঞ্জন রায় ৬। এড. সোহেল আহমেদ ৭। মোশাররফ মিয়া (সাবেক মেয়র), ৮। প্রদীপ রায় ৯। সৌমেন সেনগুপ্ত ১০। রঞ্জন রায় ১১। জনাব আজিজুর রহমান বুলবুল (সাবেক মেয়র) ১২। কামনাশীষ রায় ।
কলেজ প্রতিষ্ঠার কিছু দিন পরে অর্থাৎ ০৭/০৮/২০১৬ খ্রি: তারিখ সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে বাবু মিহির রঞ্জন দাস (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দিরাই সরকারি কলেজ) নিয়োগ প্রাপ্ত হন এবং তিনি ২৮/০২/২০২২ খ্রি: তারিখ পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৩১/০৩/২০২২ খ্রি: তারিখ বাবু প্রদীপ কুমার দাসকে (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দিরাই সরকারি কলেজ) সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয় এবং বর্তমানে তিনি কর্মরত আছেন। অধ্যক্ষ প্রদীপ কুমার দাসের পরিচালনায় অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা মন্ডলীগনের সহযোগীতায় মহিলা কলেজটিতে সুষ্ঠুভাবে পাঠদান কর্মক্রম পরিচালিত হচ্ছে। কলেজটিতে ২০১৬-২০১৭ খ্রিঃ শিক্ষাবর্ষ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩১৬ জন। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কলেজটি ভাটি এলাকায় নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে কলেজটিতে আইসিটি ফ্যাসিলিটিজ সম্পন্ন ৪ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন রয়েছে।
ভবিষ্যতে কলেজটিতে বিজ্ঞান বিভাগ সহ স্নাতক সম্মান কোর্স খোলার পরিকল্পনা রয়েছে। কলেজটি ইতিমধ্যে ভাল রেজাল্ট, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনার মাধ্যমে যথেষ্ট সুনাম অর্জন করেছে। সকাল ৯.৩০ মিনিট এ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কলেজের পাঠ দান কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়। কলেজটিতে বার্ষিক বনভোজন, মিলাদ, পূজা,বার্ষিক ক্রিড়া এবং জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। কলেজটি ভাটি এলাকায় নারী শিক্ষায় অগ্রণী ভুমিকা রাখবে এবং নারী শিক্ষার প্রসার ভাটি এলাকায় ঘটবে এই প্রত্যাশা এলাকাবাসীর।
প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতির তারিখ: |
||
| 1 | গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় কর্তৃক অনুমতির তারিখ | ২৯/০৭/২০১৫ খ্রি: |
| 2 | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ,সিলেট কর্তৃক অনুমতির তারিখ | ০১/০৭/২০১৬ খ্রি: |
| 3 | প্রতিষ্ঠানের স্বীকৃতির তারিখ: | ০১/০৭/২০২১ খ্রি: |
| 4 | প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তারিখ: | ২২/০১/২০২৪ খ্রি: |
| 5 | শ্রেণি ভিত্তিক অনুমোদিত শাখ | মানবিক |
| ব্যবসায় শিক্ষা | ||
| প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা | ||
| ঠিকানা: দোওজ
ডাকঘর: দিরাই, চান্দপুর পোষ্ট কোড: ৩০৪০ উপজেলা: দিরাই জেলা : সুনামগঞ্জ। |
০১৭১৫৫৯৮৬০৯ ০১৩০৯১৩৭৮৫১ sgmcderai2016@gmail.com |
|